Captain Mohammad Zakaria is a former Bangladesh Airforce Squadron Leader, hailed as a Hero for landing a Boeing 737 aircraft without a Nose gear what saved 171 lives.
একটি পাঞ্জাবির দাম পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুন রাখায় আড়ংয়ের উত্তরা আউটলেটকে সোমবার দুপুরে জরিমানা করার পর রাতে বদলি করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাকে উ পসচিব পদ মর্যাদার এই কর্মকর্তার নাম মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর আগে সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা জসিমউদ্দিন সড়কে আড়ংয়ের একটি আউটলেটে একই পাঞ্জাবি পাঁচদিনের ব্যবধানে দ্বিগুন দামে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আউটলেটটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা করে তিনি অফিসে ফিরে বিকাল পর্যন্ত ছিলেন। তখন তার বদলির আদেশ হয়নি। তবে সন্ধ্যার পর ওয়েবসাইটে এই আদেশটি দেখা যায়।
Meny Coward say meny things about Bongobondhu - Before judge the great Leader Read What The world said about Him : Poet of Politics Newsweek magazine, April 1971 I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas. Cuban leader Fidel Castro speaking about Mujib during the Non-Aligned Summit held in Algiers in 1973. A man of vitality and vehemence, Mujib became the political Gandhi of the Bengalis, symbolizing their hopes and voicing their grievances. Not even Pakistan's founder, Mohammed Ali Jinnah, drew the million-strong throngs that Mujib has attracted in Dacca. Nor, for that matter, has any subcontinent politician since Gandhi's day spent so much time behind bars for his political beliefs. TIME magazine, August 1971. As long as Padma, Meghna, Gouri, Jamuna flows on, Sheikh Mujibur Rahman, your accomplishm
বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এতে অল্পের জন্য পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৩ জন আরোহীর প্রাণ রক্ষা পায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাচ্ছিল। সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। অন্যদিকে রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদন থেকে জানা যায়, মিয়ানমার ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ রেখেছে দেশটির কর্তৃপক্ষ।
Comments
Post a comment