Breaking News

সোনাম কাপুরের ধামাকা বিয়ে । ছবি ও ভিডিওএই মুহূর্তে বলিউডজুড়ে তারকারা মেতে আছেন একটি বিষয় নিয়েই। আর তা হলো নায়িকা সোনম কাপুরের বিয়ে। অনিল কাপুরের মেয়ের বিয়েতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে মেতে উঠেছে পুরো বলিউড।

Image result for sonam kapoor wedding

 শিখ রীতি নীতি মেনে গুরুদ্বারায় দিল্লিবাসী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অনিল কন্যা সোনাম কাপুর। লাল লেহেঙ্গা পরে, হাতে চুড়া ঝুলিয়ে সোনাম যখন বিয়ের জন্য মণ্ডপে হাজির হন, তখন একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। সোনামের পাশাপাশি আনন্দ আহুজাকেও লাগছিল বেশ। সেই সঙ্গে সোনামের বিয়েতে হাজির হন বলিউডের অনেক সেলিব্রিটি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শ্বেতা বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, করিনা কাপুর খান, সাইফ আলি খান, শ্বেতা বচ্চনরা হাজির হন অনিল কন্যার মেয়ের বিয়েতে।

Image result for sonam kapoor  hot Related image
সেই সঙ্গে হাজির হন বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, অংশুলা কাপুর প্রত্যেকে। কিন্তু, শেষ মুহূর্তে যখন বিয়ের জন্য আনন্দের মুখোমুখি হন সোনাম কাপুর, সেই সময়ও ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ।
Image result for sonam kapoor wedding